স্টাফ রিপোর্টার,চিতলমারী
চিতলমারীতে ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি ছাত্রলীগ নেতা সিদ্দিক আলী শেখ (২০) কে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার বড়বাড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং বড়বাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক।
থানার উপ-পরিদর্শক লিটন কুমার বিশ্বাস জানান, রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নালুয়া বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে সিদ্দিককে আটক করা হয়।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আসামির বিরুদ্ধে ডেভিল হান্ট ফেজ-২’সহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

