রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন ‘শ্রমিক শক্তি’-এর বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নগরীর সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সোনাডাঙ্গা সার্জিক্যাল ক্লিনিকের আশপাশে মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনার তদন্ত চলছে এবং বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
আহত মোতালেব শিকদার নগরীর সোনাডাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার বাসিন্দা। তিনি মৃত মোসলেম শিকদারের ছেলে।
এনসিপির খুলনা জেলা ও মহানগর সংগঠক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, সোনাডাঙ্গা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মোতালেব শিকদার আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, খুলনা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সম্প্রতি নগরীতে একের পর এক গোলাগুলির ঘটনা ঘটছে এবং নদীতে মরদেহ ভেসে উঠছে। প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তায় সাধারণ মানুষের নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে পড়েছে। খুলনা এখন কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের নগরে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক মদদে সক্রিয় এসব সন্ত্রাসী গ্রুপ গ্রেপ্তার হলেও সহজে জামিনে মুক্ত হয়ে আবার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.