শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ টি ইউনিয়নের মধ্যে ৭ জনই আওয়ামী লীগ থেকে জয়ী হয়েছে।
সোমবার (২০ সেপ্টন্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতি হীন ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। রাতে বেসরকারী ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটানিং অফিসার।
ঘোষিত ফলাফল অনুযায়ী চিতলমারী সদর ইউনিয়নে নৌকা প্রতিকের আলহাজ্ব নিজাম উদ্দিন, বড়বাড়িয়া ইউনিয়নে মোঃ মাসুদ সরদার (নৌকা), কলাতলা ইউনিয়নে মোঃ বাদশা শেখ (নৌকা) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।
এর আগে একই উপজেলার ৪ টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৩ নং হিজলা ইউনিয়নের কাজী শাহিন, ৪ নং শিবপুর ইউনিয়নের মোঃ অলিউজ্জামান জুয়েল, ৬ নং চরবানিয়ারী ইাউনিয়নের অর্চনা বড়াল ও ৭ নং সন্তোষপুর ইউনিয়নের সামিয়া রহমান বিউটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।