নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা।
রাজধানীর একটি অভিজাত হোটেলে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা অংশগ্রহণে ফেডারেশনের ১০১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত এই কমিটি ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ এ দ্বি-বার্ষিক মেয়াদে দায়িত্ব পালন করবেন। এ পদে মোঃ আবদুল্লাহ্ মৃধার নির্বাচিত হওয়ায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সহকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সার্বিক বিষয়ে মোঃ আবদুল্লাহ্ মৃধা বলেন, “বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মাধ্যমে আমার ওপর অর্পিত এই দায়িত্বকে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি। এটি আমার জন্য কেবল একটি দায়িত্ব নয়, বরং সহকর্মীদের আস্থা, ভালোবাসা ও প্রত্যাশার এক উজ্জ্বল প্রতীক।
মোঃ আবদুল্লাহ্ মৃধা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে ¯স্নাতক ও ¯স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
গত বছরের ৫ নভেম্বর গাকৃবির রেজিস্ট্রার পদে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রজ্ঞা, সততা ও মানবিক নেতৃত্বের অনন্য সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উৎকর্ষ সাধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়া ও অধিকার প্রতিষ্ঠায় তিনি সবসময় ন্যায়সংগত ও সহানুভূতিশীল ভূমিকা পালন করে চলেছেন।
উল্লেখ্য, এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ মনোয়ারুল ইসলাম এনাম। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সেকশন অফিসার জনসংযোগ মো,রনি ইসলাম জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.