সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা)
মাগুরার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী নহাটা বাজার বণিক সমিতির নির্বাচন জাঁকজমকপূর্ণ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। স্বাধীনতার পর প্রথমবারের মতো সোমবার দিনব্যাপী নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
নির্বাচন অনুষ্ঠিত হয় স্থানীয় নহাটা রানী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ে, যেখানে তিনটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। প্রিজাইডিং অফিসার মহম্মদপুর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রব নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন। নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করার জন্য পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।
নির্বাচন আহ্বায়ক কমিটির সদস্য সচিব ডাক্তার মোঃ আমজাদ হোসেন এবং মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আজিজুর রহমান টুটুলের সার্বিক সহযোগিতায় ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়।
মোট ভোটার সংখ্যা ছিল ৭০৩ জন। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মুসলিম উদ্দিন, এবং সহ-সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ মারুফ হোসাইন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুস্তাফিজুর রহমান মহিবুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ রেজওয়ান, সাংগঠনিক সম্পাদক রিফাত উল্লাহ, দপ্তর সম্পাদক মাহাতাব উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ নুর ইসলাম এবং ক্রীড়া সম্পাদক পলাশ বিশ্বাস।
পাঁচজন কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে, তারা হলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, নাহিদ পারভেজ, বিপ্লব হোসেন, তামজিদ হোসেন ও মুজাহিদুল ইসলাম। ভোট গ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এবং রাত ৯টায় ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার পর বিজয়ীরা বাজারের বিভিন্ন অলিগলিতে সমর্থকদের সঙ্গে আনন্দ মিছিল করেন এবং ফুলের মালা পরিধান করেন। নির্বাচনকে স্থানীয় ব্যবসায়ী ও সমাজের পক্ষ থেকে একটি সাফল্যমণ্ডিত ও উদার উদযাপন হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.