মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়নে কাবিখা (খাদ্য) প্রকল্পের ৩০ দশমিক ৫ মেট্রিক টন চাল হরিলুটের অভিযোগ পাওয়া গেছে। ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দকৃত চারটি রাস্তা উন্নয়ন প্রকল্প কাগজে কলমে সম্পন্ন দেখিয়ে বাস্তবে চাল উত্তোলন করা হয়েছে বলে জানা গেছে।
প্রকল্পগুলো হলো:
বনগ্রাম দুলালের বাড়ি থেকে আতাউরের পাইকড়ের গাছ পর্যন্ত রাস্তা – ৫.৫ মেট্রিক টন।
চকরামাকান্ত পাকা রাস্তা থেকে আব্বাসের বাড়ির রাস্তা – ৯ মেট্রিক টন।
চকমানিক মসজিদ থেকে সোহবারের বাড়ির রাস্তা – ৭ মেট্রিক টন।
চকগৌরী ব্রিজ থেকে আতাউরের বাগান অভিমুখে রাস্তা – ৯ মেট্রিক টন।
সরকারিভাবে একটন চালের মূল্য ধরা হয়েছে ৪৯ হাজার টাকা। এই হিসেবে ৩০.৫ মেট্রিক টন চালের মূল্য দাঁড়ায় প্রায় ১৪ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা।
স্থানীয়ভাবে সরেজমিনে দেখা যায়, এসব প্রকল্পে দৃশ্যমান কোনো কাজ হয়নি। কিছু কিছু স্থানে সামান্য মাটি ফেলে কাজ সম্পন্ন দেখানো হয়েছে। বিশেষ করে চকগৌরী ব্রিজ থেকে আতাউরের বাগান অভিমুখে কোনো কার্যকরী কাজ করা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, “কয়েকজন শ্রমিক দিয়ে একদিন সামান্য কাজ করা হয়েছে। এভাবে সরকারের লাখ লাখ টাকা আত্মসাত করা হচ্ছে। গ্রামীণ রাস্তাগুলো অবহেলিত রয়েছে।”
প্রকল্প সভাপতি গোলাম মোস্তফা জানান, “আমাকে নামমাত্র প্রকল্প সভাপতি বানানো হয়েছে। প্রকল্পের সব কাজ ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু ও মেম্বার মনসুর রহমান দেখভাল করেন। কত টনের প্রকল্প তা আমাদের জানানো হয় না, কেবল কাগজপত্রে স্বাক্ষর নিয়ে ৫ হাজার টাকা করে হাতে দেওয়া হয়।”
আরেক প্রকল্প সভাপতি তানজিলা খাতুন বলেন, “প্রকল্পের বিষয়ে আমার কোনো ধারণা নেই। সবকিছু মনসুর মেম্বার করেন। তার সঙ্গে কথা বললেই সব জানা যাবে।”
সাংবাদিকদের সঙ্গে যোগাযোগে ইউপি মেম্বার মনসুর রহমান বলেন, “উপজেলায় গেলে বিস্তারিত জানানো সম্ভব। এখন ব্যস্ত।” পরে তিনি ফোনটি বিচ্ছিন্ন করে দেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আরিফুল ইসলামও পাওয়া যায়নি।
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, “এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় জনগণ সরকারের প্রকল্প ব্যবস্থাপনায় অনিয়ম ও স্বচ্ছতার অভাবকে গুরুত্বসহকারে প্রশ্ন তুলেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.