ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সংঘটিত চাঞ্চল্যকর দস্যুতা মামলার অন্যতম প্রধান আসামি মো. মনির শিকদার (৪৫)-কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর বোয়ালমারী থানাধীন কালিয়ান্ড এলাকায় মো. সাখাওয়াত হোসেনের বাড়িতে সংঘটিত দস্যুতার ঘটনায় এই আসামি জড়িত ছিলেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) র্যাবের পাঠানো এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।
প্রেস নোটে বলা হয়, ঘটনার দিন রাত আনুমানিক ৩টার দিকে তিনজন মুখোশধারী দস্যু বাড়িতে প্রবেশ করে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তারা স্টিলের বাক্স ভেঙে নগদ প্রায় ৭ লাখ টাকা এবং আনুমানিক ১০ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি দস্যুতা মামলা দায়ের করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (২২ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে র্যাব-১০, ফরিদপুর ক্যাম্প ও র্যাব-৪, সাভার ক্যাম্পের একটি যৌথ দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে মো. মনির শিকদারকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.