ফরিদপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফরিদপুর মহানগর ও জেলা কৃষকদলের উদ্যোগে মঙ্গলবার বিকেল ৫ টায় আনন্দ মিছিল ও স্বাগত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি শহরের সিভিল সার্জন অফিসের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে ইমাম উদ্দিন স্কয়ারের কাছে শেষ হয়। বিপুল সংখ্যক নেতা-কর্মী মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন ফরিদপুর মহানগর কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ভিপি শহিদ, জেলা কৃষকদলের সদস্য সচিব মুরাদ হোসেন, মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রতন।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তার নেতৃত্বে দেশের রাজনীতিতে নতুন উদ্দীপনা আসবে এমন আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.