Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচর থেকে ঢাকার উদ্দেশ্যে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা: স্বদেশে তারেক রহমানের প্রত্যাবর্তন উৎসব

Link Copied!

আহমেদ সিফাত, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উৎসাহ-উদ্দীপনায় ঢাকায় যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছেন। কুলিয়ারচরের পৌরসভা ও ছয়টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

৭০ বছর বয়সী ছয়সূতী ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বলেন, “জানিই না, তারেক রহমানকে দেখতে পারবো কি না। তবুও ইতিহাসের অংশ হওয়ার জন্য আমি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিব। ভাগ্যে থাকলে হয়তো দেখার সুযোগও পেতে পারি।”

ঢাকায় নেতাকর্মীদের যাতায়াতের জন্য ভৈরব রেলওয়ে জংশন থেকে একটি বিশেষ ট্রেন রিজার্ভ করা হয়েছে। এছাড়া কুলিয়ারচর পৌরসভা ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বাস ও মাইক্রোবাসসহ বিভিন্ন যান ভাড়া করে বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হয়েছে।

নেতৃবৃন্দ জানান, প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে উপস্থিতি নিশ্চিত করতে দলের দায়িত্বপ্রাপ্তরা সক্রিয় রয়েছেন। কুলিয়ারচরের নেতা-কর্মীরা ঢাকায় পৌঁছে ঐতিহাসিক মুহূর্তের অংশ হয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে চান।

আলোচনা সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা সভাপতি মো. শরিফুল আলম নেতাকর্মীদের ব্যাপকভাবে ঢাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন। কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ. হান্নান বলেন, “তারেক রহমান প্রায় ১৮ বছর পর দেশে ফিরছেন। তিনি দেশের রাজনীতিতে নতুন উদ্দীপনা ও নেতৃত্ব প্রদান করবেন। দলকে সংগঠিত করা, জাতীয় ঐক্য গঠন, নির্বাচনজীবী সংগঠন জোরদার করা এবং গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেওয়ার মতো গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করবেন।”

উপজেলার সর্বত্রই এখন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আলোচনা ও প্রস্তুতি জোরদার রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।