দৌলতপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৩ আসনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন জামায়াত মনোনীত প্রার্থী ইসলামী বক্তা মুফতি আমির হামজা। বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার, শহর জামাতের আমির এনামুল হকসহ দলের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আমির হামজা একটি রিকশায় করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন।
পরে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। এসময় আমির হামজা বলেন, বেশ কিছুদিন ধরে নির্বাচনী মাঠে থেকে সব শ্রেণীর মানুষের বিপুল সাড়া পেয়েছেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছেন। এ ব্যাপারে আমরা সতর্ক আছি। তিনি বলেন, ২০২৪ সালের পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের পর থানা থেকে যেসব অস্ত্র গোলাবারুদ লুট করা হয় তা এখনো আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করতে পারেনি।
পাশাপাশি ভারত সীমান্ত দিয়েও অবৈধ অস্ত্র ঢুকছে বলে অভিযোগ করেন তিনি। এসব অস্ত্র উদ্ধার করা না গেলে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হতে পারে বলে জানান জামাতের প্রার্থী মুফতি আমির হামজা।
অপরদিকে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে উপাধ্যক্ষ বেলাল উদ্দিন ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামার) আসনে আব্দুল গফুরসহ জেলার ৪টি আসনে জামায়াত প্রার্থীরা মনোনয়পত্র সংগ্রহ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.