জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবির বিশেষ অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাহফুজার রহমান (২৬) নামে একজনকে আটক করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জানা গেছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পাঁচবিবি বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা পৌরসভার ধাঁনসিঁড়ি আবাসিক এলাকায় একটি গোডাউনে তল্লাশি চালিয়ে যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করে। আটক মাহফুজার রহমান উপজেলার পূর্ব কড়িয়া গ্রামের বাবু হোসেনের ছেলে।
বিজিবি সূত্রে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে টহলদল মোতায়েন করা হয়। পরে ধানসিঁড়ি আবাসিক এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের মধ্যে ছিল একেএল-ওয়ান, জেনসি, লায়ন জুস, গাছন্তর, বাজী, কসপা, টাস, এমএল আগুন, কসমিকু, জিনিক জিনসিন, ফাইটন, আলভা স্পার্ক, ফুডস ম্যাংগে ড্রিংস এবং প্রোকিউআর-৩ জিআর বিষ-১০। এ সকল মালামালের আনুমানিক মূল্য ৪৩,০১৭,০০০ টাকা।
জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস বলেন, “বিজিবি সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে মাদক ও চোরাচালান প্রতিরোধে এই ধরনের অভিযান চালিয়ে যাবে। সীমান্তে নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ এবং সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষায় যেকোনো তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.