Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গৌরবময় ৮০ বছর, গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পূর্তি উদযাপন

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ডিসেম্বর ২৫, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

‘হাইস্কুলের স্মৃতিতে এসো মিলি একসাথে ‘- স্লোগানকে সামনে রোখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপন করা হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টায় বিদ্যালয়ের সবুজ চত্ত্বর হতে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এরপর পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীতে পরিবেশন এবং বেলুন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয়ে চমৎকার সাজসজ্জা ও আলোকসজ্জা করা হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঢাকা অঞ্চলের স্কুল পরিদর্শক সুলতান উদ্দিন আহমেদ।

সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন পরিষদের আহবায়ক, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঢাকা অঞ্চলের পরিচালক অধ্যাপক ফকির মোঃ নুরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন পরিষদের সদস্য সচিব ও প্রাক্তন শিক্ষার্থী আশরাফুল আলম।

অনুষ্ঠানের আলোচনা পর্বে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন।
এতে অংশ নেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক পরিচালক এ কে মুহঃ জালাল উদ্দীন মিয়া , গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কানাডা প্রবাসী আব্দুল হালিম মিয়া, অধ্যক্ষ খন্দকার আব্দুল মুহিত, এ্যাডঃ মাহবুবুর রহমান, ডাঃ রতন কুমার আগরওয়ালা, ইঞ্জিনিয়ার শ্যাম সুন্দর
আগরওয়ালা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.
সোহরাব হোসেন, পুলিশ সুপার আহাদুজ্জামান আহাদ,
বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মিজানুর রহমান, পল্লী বিদ্যুত বোর্ডের উপ পরিচালক রেজাউল করিম, ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ আবু তালহা, ইন্জিনিয়ার মাহবুবুল আলম শাহিন সহ দেশ-বিদেশের খ্যাতিমান শিক্ষার্থী ও স্হানীয়রা।

অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয়ের সকল ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ, আবেগ ও অনুভূতির সৃষ্টি হয়। ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত স্কুলটির বিভিন্ন ব্যাচের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন। দুপুরে সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ঢাকার জনপ্রিয় ব্যান্ডদল ‘আভাস’ এবং ফরিদপুর ও গোয়ালন্দের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।