কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত দুই পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে সমঝোতার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এই সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
এ সময় সড়ক দুর্ঘটনায় নিহত অটোভ্যান যাত্রী চাঁন মিয়ার (৬৫) পরিবারকে ট্রাক মালিকের পক্ষ থেকে নগদ এক লাখ ৫০ হাজার টাকা এবং আহত ভ্যানচালক নূর আলমের চিকিৎসার জন্য তার পরিবারকে নগদ ৮০ হাজার টাকা প্রদান করা হয়। মোট সহায়তার পরিমাণ দুই লাখ ৩০ হাজার টাকা।
উল্লেখ্য, গত সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় কাজিপুর উপজেলার কাজিপুর–সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাটাগ্রাম রোড এলাকায় একটি ট্রাকের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের যাত্রী চাঁন মিয়া নিহত হন। আহত হন অটোভ্যানচালক নূর আলম। নিহত চাঁন মিয়া উপজেলার গান্ধাইল উত্তরপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, “এই সহায়তার পাশাপাশি সরকারি সংস্থা হিসেবে বিআরটিএ থেকে উভয় পরিবারকে ৩ থেকে ৪ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও জেলা প্রশাসক, জেলা পরিষদ এবং উপজেলা দুর্যোগ ও ত্রাণ শাখা থেকে বিভিন্ন অঙ্কের আর্থিক সহায়তা আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে।”
স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের দ্রুত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.