হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শ্যামপুর ইউনিয়ন সন্ত্রাসবিরোধী ঐক্যমঞ্চের ব্যানারে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার শ্যামপুর চামাবাজারে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হোদা, অধ্যাপক মো: ইমরান আলী, অধ্যাপক নাসির উদ্দীন জুয়েল, শরৎনগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মালেক ও শ্যামপুর ইউপির ৮ নাম্বার ওয়ার্ড সংসদ আব্দুল খালেক সহ আরো অনেকেই ।
এসময় বক্তারা বলেন, শ্যামপুরের বিভিন্ন জায়গায় এই এলাকার কিশোরগ্যাং এর কিছু নেতা ও সদস্য মিলে দীর্ঘদিন ধরে ছিনতাই, চুরি, চাঁদাবাজি ও ডাকাতি করে আসছে । তারই ধারাবাহিকতায় গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় উমরপুর ঘাটে সিজু ডাকাত নামীয় এক ব্যক্তি গণধোলাইয়ের শিকার হয় ।
এই প্রেক্ষিতে পরদিন ২৫ ডিসেম্বর ঐ এলাকার দুইজন নিরীহ ব্যক্তি হাফেজ আব্দুর রাজ্জাক ও শাহ আলমকে আটক করে পুলিশ । আমরা এর তীব্র নিন্দা জানাই ।
বক্তব্যে তারা আরো বলেন, গণধোলাইয়ের শিকার সিজু ডাকাত দীর্ঘদিন ধরে ছিনতাই, চুরি ও চাঁদাবাজির সাথে প্রত্যক্ষভাবে জড়িত । অনেক মানুষের কাছে বিভিন্ন অস্ত্র দেখিয়ে অর্থ আদায়েরও প্রমাণ রয়েছে ।
এসময় ভুক্তভোগী পান দোকানদার মনিরুল ইসলাম গানা, চা ব্যবসায়ী বাবু আলী, জসিম উদ্দীন, মুজিবুর রহমান, মোস্তাক আলী ও হেলিম আলী তাদের উপর বিভিন্ন সময়ে সিজুর চাঁদাবাজি ও অত্যাচারের কথা জানায় ।
মানববন্ধনে বক্তারা নিরপরাধ ও নিরীহ হাফেজ আব্দুর রাজ্জাক ও শাহ আলমের নি:শর্ত মুক্তি দাবী করেন এবং চিহ্নিত সন্ত্রাস ও ছিনতাইকারী সিজু সহ তার সঙ্গীদের তদন্ত সাপেক্ষে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে শ্যামপুর ইউনিয়নকে সন্ত্রাসমুক্ত করতে প্রশাসনের নিকট জোর দাবী জানান ।

