Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে শ্যামপুর ইউনিয়ন সন্ত্রাসবিরোধী ঐক্যমঞ্চের মানববন্ধন

Link Copied!

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শ্যামপুর ইউনিয়ন সন্ত্রাসবিরোধী ঐক্যমঞ্চের ব্যানারে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার শ্যামপুর চামাবাজারে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হোদা, অধ্যাপক মো: ইমরান আলী, অধ্যাপক নাসির উদ্দীন জুয়েল, শরৎনগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মালেক ও শ্যামপুর ইউপির ৮ নাম্বার ওয়ার্ড সংসদ আব্দুল খালেক সহ আরো অনেকেই ।

এসময় বক্তারা বলেন, শ্যামপুরের বিভিন্ন জায়গায় এই এলাকার কিশোরগ্যাং এর কিছু নেতা ও সদস্য মিলে দীর্ঘদিন ধরে ছিনতাই, চুরি, চাঁদাবাজি ও ডাকাতি করে আসছে । তারই ধারাবাহিকতায় গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় উমরপুর ঘাটে সিজু ডাকাত নামীয় এক ব্যক্তি গণধোলাইয়ের শিকার হয় ।

এই প্রেক্ষিতে পরদিন ২৫ ডিসেম্বর ঐ এলাকার দুইজন নিরীহ ব্যক্তি হাফেজ আব্দুর রাজ্জাক ও শাহ আলমকে আটক করে পুলিশ । আমরা এর তীব্র নিন্দা জানাই ।

বক্তব্যে তারা আরো বলেন, গণধোলাইয়ের শিকার সিজু ডাকাত দীর্ঘদিন ধরে ছিনতাই, চুরি ও চাঁদাবাজির সাথে প্রত্যক্ষভাবে জড়িত । অনেক মানুষের কাছে বিভিন্ন অস্ত্র দেখিয়ে অর্থ আদায়েরও প্রমাণ রয়েছে ।

এসময় ভুক্তভোগী পান দোকানদার মনিরুল ইসলাম গানা, চা ব্যবসায়ী বাবু আলী, জসিম উদ্দীন, মুজিবুর রহমান, মোস্তাক আলী ও হেলিম আলী তাদের উপর বিভিন্ন সময়ে সিজুর চাঁদাবাজি ও অত্যাচারের কথা জানায় ।

মানববন্ধনে বক্তারা নিরপরাধ ও নিরীহ হাফেজ আব্দুর রাজ্জাক ও শাহ আলমের নি:শর্ত মুক্তি দাবী করেন এবং চিহ্নিত সন্ত্রাস ও ছিনতাইকারী সিজু সহ তার সঙ্গীদের তদন্ত সাপেক্ষে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে শ্যামপুর ইউনিয়নকে সন্ত্রাসমুক্ত করতে প্রশাসনের নিকট জোর দাবী জানান ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।