আমিনুল ইসলাম, দুর্গাপুর( রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দু র্গাপুরে নাশকতামূলক কর্মকাণ্ড এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় দুই রাজনৈতিক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জয়নগর ইউনিয়নের ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। মোঃ নওয়াব আলী (৪৩): পিতা-মৃত জনাব আলী, গ্রাম-ঝালুকা। সে ৫নং ঝালুকা ইউনিয়নের সাবেক আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
ও মোঃ আকাশ আলী (১৯): পিতা-মোঃ রমজান আলী, গ্রাম-পারিলা। সে ৭নং জয়নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ০৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দুর্গাপুর থানায় দায়ের করা একটি মামলার (মামলা নং-০২, জিআর নং-১৩৩/২৪) তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারা, পেনাল কোডের বিভিন্ন ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারায় অভিযোগ রয়েছে।
নওয়াব আলীকে বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর) বিকাল ৫:১৫ মিনিটে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং আকাশ আলীকে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১:১৫ মিনিটে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
দুর্গাপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের আজ (২৬ ডিসেম্বর) দুপুরে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত ও অন্যান্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

