মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৫ (মনিরামপুর-৮৯) আসনের বিএনপির মনোনয়ন বাংলাদেশ উলামায়ে ইসলামকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রেখেছে মনিরামপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেল ৪টায় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মনিরামপুর পৌরশহর উত্তাল হয়ে ওঠে।
উল্লেখ্য, এর আগে এই আসনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব অ্যাডভোকেট শহীদ মোহাম্মাদ ইকবাল হোসেনের নাম মনোনয়ন হিসেবে ঘোষণা করা হলেও গত বুধবার বিএনপির শরীক দল বাংলাদেশ উলামায়ে ইসলামকে আসনটি ছেড়ে দিয়ে অ্যাডভোকেট শহীদ ইকবালের পরিবর্তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা রশিদ বিন ওয়াক্কাসের নাম ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের পরপরই মনিরামপুর জুড়ে শুরু হয় বিক্ষোভ ও প্রতিবাদ।
বিক্ষোভ মিছিল শেষে পৌরশহরের দলীয় কার্যালয়ের সামনে পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাইয়ের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল হোসেন, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আক্তার খান, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সন্তোস স্বর, মনিরামপুর সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন। শতাধিক মামলা, একাধিকবার হামলা ও নির্যাতনের শিকার হয়েও তিনি কখনো আন্দোলন থেকে সরে দাঁড়াননি। দীর্ঘ ১৭ বছর ধরে নেতাকর্মীদের পাশে থেকে মনিরামপুরের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীকে পরিণত হয়েছেন তিনি। বক্তারা দাবি করেন, শহীদ ইকবালকে ধানের শীষের মনোনয়ন ফিরিয়ে দেওয়া হলে এই আসন বিএনপির ঘরেই থাকবে, অন্যথায় আসনটি হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে।
সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বিকেল ৩টায় শহীদ ইকবালের মনোনয়ন ফিরিয়ে দেওয়ার দাবিতে কাফনের কাপড় পরে প্রতিবাদ সমাবেশ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.