একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
হারিয়ে যাওয়া বা চুরি হওয়া শখের মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন এক বৃদ্ধ। কিন্তু দীর্ঘ চার মাস পর সেই অসাধ্যকে সাধন করল সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দীর্ঘ চার মাস আগে হারানো মোবাইলটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে সুনামগঞ্জ সদর মডেল থানা এলাকায় ওই বৃদ্ধের মোবাইল ফোনটি হারিয়ে যায়। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। জিডির পর থেকেই মোবাইলটি উদ্ধারে তৎপরতা শুরু করে থানা পুলিশের একটি চৌকস টিম। দীর্ঘ চার মাস ধরে প্রযুক্তির সহায়তায় ফোনের গতিবিধি পর্যবেক্ষণ করার পর অবশেষে সফলতার মুখ দেখে পুলিশ।
তথ্য-প্রযুক্তির ব্যবহার করে ফোনের অবস্থান শনাক্ত করার পর তা উদ্ধার করা হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে সদর মডেল থানায় বৃদ্ধ মালিকের হাতে ফোনটি তুলে দেন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
দীর্ঘ প্রতীক্ষার পর নিজের প্রিয় ফোনটি হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। মোবাইলটি হাতে পেয়ে বৃদ্ধ মালিক বলেন, "ফোনটি ফিরে পাব তা ভাবতেও পারিনি। পুলিশের এই সহযোগিতার কথা আমি ভুলব না।
তারা অনেক কষ্ট করে আমার জিনিসটা খুঁজে দিয়েছেন।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং সেবা দেওয়াই পুলিশের প্রধান কাজ।
তথ্য-প্রযুক্তির ব্যবহারের ফলে বর্তমানে অপরাধীদের শনাক্ত করা এবং হারানো দ্রব্য উদ্ধার করা অনেক সহজ হয়েছে। একজন বয়োজ্যেষ্ঠ মানুষের মুখে হাসি ফোটাতে পেরে পুলিশের ওই টিমও আনন্দিত। পুলিশের এই তাৎক্ষণিক এবং ফলপ্রসূ পদক্ষেপটি স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.