কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে ৩৫ বস্তা টাকা। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতির উপস্থিতিতে মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হয়। এ সময় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে। বর্তমানে টাকা গণনার কাজ চলছে। গণনা শেষ হলে মোট টাকার পরিমাণ জানানো হবে। তবে ধারণা করা হচ্ছে, এবার দানের পরিমাণ ১৫ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
মসজিদ ব্যবস্থাপনা কমিটি সূত্রে জানা গেছে, দানবাক্স খোলার কাজে অংশ নিচ্ছেন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ চার শতাধিক মানুষ। দানবাক্সগুলো সাধারণত তিন মাস পরপর খোলা হলেও এবার ৩ মাস ২৭ দিন পর খোলা হয়েছে। দানের পরিমাণ বেশি হওয়ায় এবার নতুন করে আরও দুটি দানবাক্স সংযোজন করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ৩০ আগস্ট চার মাস ১৮ দিন পর দানবাক্স খুলে রেকর্ড ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া যায়। সে সময়ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার উদ্ধার হয়েছিল।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত এবং জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.