জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলার শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় সমিতির কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
কালাই উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)-এর সহযোগিতায় আয়োজিত সভায় সমিতির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মতিনের সভাপতিত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় কালব সেক্রেটারি শামীম রেজার সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাতাব উদ্দিন। এছাড়াও বক্তব্য দেন সমিতির ভাইস চেয়ারম্যান আজিজুল হক, ট্রেজারার ও সুপারিন্টেনডেন্ট মতিয়র রহমান, পরিচালক আনতাজ আলী মন্ডল, রফিকুল ইসলাম এবং উপজেলা ম্যানেজার মোখলেছার রহমান।
বক্তারা সমিতির সার্বিক কার্যক্রম, আর্থিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি সদস্যদের স্বার্থ রক্ষায় সমিতির কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় সমিতির সদস্যবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

