হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের আনোয়ার হোসেন (উল্লেখ বয়স না থাকলে বাদ দেওয়া যায়) সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি আলমাস খানের বড় ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত প্রায় ১০টায় সৌদি আরবের দাম্মাম শহরে স্কুটি চালানোর সময় পেছন দিক থেকে একটি দ্রুতগতির গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
প্রতিবেশী ও প্রবাসী শফিক জানান, আনোয়ার হোসেন অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী ছিলেন। তার দেশে ফিরে আসার পর আগামী দুই মাসের মধ্যে বিয়ের পরিকল্পনা ছিল। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. চাঁন মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আনোয়ার প্রায় ১০-১২ বছর আগে জীবিকার জন্য সৌদি আরবে গিয়েছিলেন এবং ফ্রি ভিসায় কাজ করতেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.