সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অন্য রকম বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ-এর কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় প্রতিষ্ঠানটির চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার হার বৃদ্ধি করতে পারলেই দেশ ও জাতিকে এগিয়ে নেওয়া সম্ভব। মানুষের কল্যাণ ও সমাজসেবায় কাজিপুরের অন্য রকম বিদ্যানিকেতন ইতোমধ্যে সুখ্যাতি অর্জন করেছে। শিক্ষক ইয়াছিন আলীর যোগ্য নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকাদের নিরলস পরিশ্রমে প্রতিষ্ঠানটি দিন দিন এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের সন্তানদের শিক্ষা ও নৈতিকতা দুটোই শেখাতে হবে। পাশাপাশি তাদের কর্মমুখী শিক্ষার দিকে ধাবিত করতে হবে। বাল্যবিবাহ থেকে মেয়েদের বিরত রাখতে সবাইকে সচেতন হতে হবে। বাল্যবিবাহের কারণে মেয়েরা পুষ্টিহীনতাসহ নানা শারীরিক ও সামাজিক সমস্যায় ভোগে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুজ্জামান আশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক পরিচালক হানিফ উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন অন্য রকম বিদ্যানিকেতনের পরিচালক ও প্রধান শিক্ষক ইয়াছিন আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

