মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উদ্যোগে দিনাজপুরের খানসামা উপজেলায় আগ্রহী কর্মী ও সমর্থকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাকেরহাটে অবস্থিত এনসিপির উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক শামসুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাখাওয়াত কবির চৌধুরী।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সদস্য সচিব মো. ফয়সাল করিম সোয়েব এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. ইমরান চৌধুরী নিশাদ।
সভায় সভাপতিত্ব করেন ডেন্টিস্ট মো. খাদেমুল হক। এছাড়াও বক্তব্য দেন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. গোলাম মোস্তফা (বিএসসি), যুগ্ম সদস্য সচিব মাওলানা মোঃ এম এ তাফসির হাসান, জেলা যুগ্ম সদস্য সচিব ও খানসামা উপজেলা প্রধান সমন্বয়কারী মো. সোহেল সাজ্জাদ এবং জেলা শাখার সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শামসুল মুক্তাদির বলেন, “জাতীয় নাগরিক পার্টি জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী। তৃণমূল পর্যায়ের কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই সংগঠনকে আরও শক্তিশালী করা সম্ভব।”
তিনি আরো বলেন, “খানসামা উপজেলার কর্মী ও সমর্থকদের মধ্যে যে উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, তা এনসিপির ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।”
সভাপতির বক্তব্যে ডেন্টিস্ট মো. খাদেমুল হক বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জাতীয় নাগরিক পার্টিকে একটি বিকল্প শক্তি হিসেবে গড়ে তুলতে সাংগঠনিক শৃঙ্খলা ও জনসম্পৃক্ততা বাড়ানোর কোনো বিকল্প নেই।”
তিনি আরো বলেন, “এনসিপির আদর্শকে ঘরে ঘরে পৌঁছে দিতে খানসামা উপজেলার সকল কর্মী ও সমর্থক ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।”
সভা শেষে আগামীর কর্মপরিকল্পনা ও সাংগঠনিক দিকনির্দেশনা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.