এস আই মল্লিক, ঝিনাইদহ
শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে ঝিনাইদহ সমাজসেবা অফিস প্রাঙ্গণ, পৌরসভার সামনে, মহিলা বিষয়ক অধিদপ্তর এলাকা, হলিধানী এতিমখানা, কেন্দ্রীয় পূজা মন্দির, মধুহাটি ও আনজুমান মফিদুল ইসলামসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।
এ সময় প্রতিবন্ধী, বৃদ্ধা, স্বামী পরিত্যক্তা নারীসহ সমাজের বিভিন্ন শ্রেণির অসহায় ও দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবিরসহ সমাজসেবা অধিদপ্তর, পৌরসভা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ বলেন, “শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে যেন কোনো মানুষ কষ্ট না পায়, সে লক্ষ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ত্রাণ তহবিল থেকে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
কম্বল পেয়ে উপকারভোগীরা জেলা প্রশাসনের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.