তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এনজিও বিষয়ক সম্পাদক এবং জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা এ্যডভোকেট মোড়ল জিয়াউর রহমান।
বুধবার তিনি কেন্দ্রীয় কার্যালয় থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেন।
মোড়ল জিয়াউর রহমান সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামের মোড়ল শুকুর আলীর ছেলে। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে বৃহত্তর খুলনার অন্যতম সংগঠক এবং তালা ও পাইকগাছা উপজেলার কপিলমুনি অঞ্চলের প্রধান বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের ভ্রাতুস পুত্র।
মনোনয়ন গ্রহণের সময় মোড়ল জিয়াউর রহমান সাতক্ষীরা-১ আসনের জাতীয় পার্টির সকল স্তরের নেতা-কর্মীদের সহযোগিতা ও সমর্থনের জন্য আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.