আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ফেয়ার মিশনের উদ্যোগে ৩দিনব্যাপী বই মেলার সমাপনী করেছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন।
ফেয়ার মিশনের আয়োজনে প্রতিবছরই এই বই মেলার আয়োজন করা হয়। এবছরও পারুলিয়া বালিকা বিদ্যালয় চত্বরে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় ৩দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়। পরে ২৭ ডিসেম্বর রাত ৮টায় সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার মিশনের সহ-সভাপতি সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই মেলার সমাপনী করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ছাত্র নেতা আবিদ হাসান তানভির ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম।
এসময় ফেয়ার মিশনের সভাপতি জসীমউদ্দিন মিথুন, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস.এম মজনুর রহমানসহ ফেয়ার মিশনের কর্মকর্তারা, বিভিন্ন পেশাজীবি ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন বলেন, তিনি নিজে একজন বই প্রেমিক এবং শিক্ষা জীবন থেকে তিনি অনেক বই সংগ্রহ করেছেন। বই মানুষকে জ্ঞান দান করে। যত পড়া যাবে তত জ্ঞান অর্জন হবে উল্লেখ করে ওসি সবাইকে বেশি বেশি বই পড়ার জন্য আহবান জানান।
শেষে তিনদিনের বই মেলার বিভিন্ন ইভেন্টের বিজয়ীদেরকে ও বই মেলার ১৫টি স্টলের সবাইকে পুরষ্কার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.