আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় ভোটের গাড়ির প্রচারনা প্রত্যক্ষ করলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারন মানুষ।
সকাল ১০ ঘটিকায় দেবহাটা উপজেলার সখিপুর মোড়ে ভোটের গাড়ীর মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত ভিডিও প্রদর্শন ও প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রচারনায় সকল নাগরিকদের তাদের ভোট প্রদানের গুরুত্ব ও অধিকার সম্পর্কে সচেতন করা হয়।
এছাড়া গনভোট সম্পর্কে অবহিত করার জন্য ভিডিও প্রদর্শনীর মাধ্যমে নাগরিকদেরকে সচেতন করা হয়। এসময় উক্ত প্রচারনা কার্য্যক্রমে সরেজমিনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জয়দেব কুমার মন্ডল, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলামসহ সাধারন মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
ইউএনও মিলন সাহা এসময় সকল নাগরিকদেরকে ভোট প্রদানের সঠিক পদ্ধতি জেনে গনভোট ও জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট প্রদানের আহবান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.