Nabadhara
ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে পুলিশ

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
ডিসেম্বর ২৮, ২০২৫ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার দাকোপ থানা পুলিশের আয়োজনে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দাকোপ থানা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও জনগণের কাছে গ্রহণযোগ্য করতে জেলা পুলিশ খুলনা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, মাদক, ইভিটিজিং ও চোরাকারবারীদের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধের সঙ্গে জড়িত কাউকেই কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, অপরাধ দমনে শুধু পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জনগণের সহায়তা পেলে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
মতবিনিময় সভায় অংশ নেওয়া স্থানীয় সুধীজন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা ও জননিরাপত্তা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পুলিশ সুপার সেগুলো মনোযোগসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সভা শেষে পুলিশ সুপার দাকোপ থানায় কর্মরত অফিসার ও পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এ সময় তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও জনবান্ধব আচরণ নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনকালীন দায়িত্বে কোনো ধরনের গাফিলতি না রাখার নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন; দাকোপ থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।