নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন (গাকৃবিশিস) ২০২৬ এ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম।
এ নির্বাচনের মাধ্যমে গাকৃবির ইতিহাসে প্রথম নারী সভাপতি হিসেবে প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী নির্বাচিত হলেন। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ড. মোঃ শামীম হোসেন নোমান এ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনী ফলাফলে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদে আরও যারা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন সহ-সভাপতি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ মনজুরুল হক।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউদ্দিন কামাল। অন্যদিকে যুগ্ম সম্পাদক পদে কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন এবং কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. শেখ শামীম হাসান এবং দফতর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সেচ ও পানি সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জেনেটিক্স অ্যান্ড ফিশ ব্রিডিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল আলম এবং গবেষণা সম্পাদক পদে রিমোট সেন্সিং অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ফরহাদুর রহমান নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও সদস্যপদে নির্বাচিত হয়েছেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ আবু আশরাফ খান, ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রফেসর ড. মোঃ আশরাফুল হক, কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ আহসানুল হক, কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম এবং কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. কাজী তামীম রহমান। নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষক সমিতির ওপর অর্পিত এই মহান দায়িত্ব তিনি সম্মান ও দায়বদ্ধতার সঙ্গে পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের অধিকার, মর্যাদা ও ঐক্য সুদৃঢ় করতে শিক্ষক সমিতিকে আরও কার্যকর ও সময়োপযোগী করে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, “শিক্ষক সমাজের কণ্ঠস্বর হিসেবে শিক্ষক সমিতিকে আরও গতিশীল ও অংশগ্রহণমূলক করতে আমরা কাজ করব। স্বচ্ছতা, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি শক্তিশালী কার্যনির্বাহী পরিষদ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.