Nabadhara
ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নানা প্রতিবন্ধকতার মধ্যেও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে—জয়নুল আবেদিন ফারুক

নোয়াখালী প্রতিনিধি
ডিসেম্বর ২৮, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নানা প্রতিবন্ধকতার মধ্যেও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নোয়াখালী-২ সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী জয়নুল আবেদিন ফারুক।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

 

জয়নুল আবেদিন ফারুক বলেন, “নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। যারা দীর্ঘ ১৬ বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, এবার তাদের ভোটের মাধ্যমেই সরকার গঠিত হবে। সেই সরকার গণতন্ত্র, সংবিধান ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে।”

এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, পৌরসভা বিএনপির সদস্য সচিব সহিদ উল্লাহ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরনবী বাচ্চু ও হুমায়ুন কবির হুমু, সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটন, সাবেক সেক্রেটারি ফারুক বাবুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।