Nabadhara
ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ মাটি কাটায় ৩ জনের এক মাসের কারাদণ্ড

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
ডিসেম্বর ২৮, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)

সাতক্ষীরার আশাশুনিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে তিনজনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি ব্রিজ সংলগ্ন বেতনা নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জুয়ার্দ্দার।

আদালত সূত্রে জানা যায়, বেতনা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় আদালত তাদের কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— কলারোয়া উপজেলার কেরালকাতা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে উজ্জল হোসেন, বুধহাটা এলাকার আইয়ুব আলীর ছেলে হাসান এবং বেকু মেশিনের মালিক টাঙ্গাইল জেলার বেতুনলোহলিয়া গ্রামের সরোয়ারদ্দী মোড়লের ছেলে আইয়ুব মোড়ল।

সাজাপ্রাপ্তদের আশাশুনি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রশাসন সূত্রে জানানো হয়, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।