Nabadhara
ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রংপুর-৪ আসনে জাপা প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
ডিসেম্বর ২৮, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পাপিয়া সুলতানার কাছে নিজ কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম জমা দেন।

মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান বলেন,“কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসনটি এরশাদ প্রীতি ও জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত। এ আসনের সকল শ্রেণি-পেশার ভোটারদের কাছে জাতীয় পার্টি সমানভাবে গ্রহণযোগ্য। আমরা বিশ্বাস করি, লাঙ্গল মার্কা এ এলাকার মানুষের কাছে এখনো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। সেই বিশ্বাস থেকেই জাতীয় পার্টির প্রত্যাশিত প্রার্থী হিসেবে আমি মনোনয়ন ফরম দাখিল করেছি।”

মনোনয়নপত্র দাখিলের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট শাহীন সরকার, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, সাবেক সভাপতি আজিজুল ইসলাম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান হেনা, পীরগাছা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকারসহ দলীয় নেতাকর্মীরা।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে কাউনিয়া ও পীরগাছা উপজেলায় জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।