মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে শরীফ ওসমান হাদী হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবিতে সচেতন ছাত্রসমাজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে শহরের বসু ভিলার সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক খন্দকার মুইজ উদ্দিন, শিক্ষার্থী ইব্রাহিম হোসেন, হাসনাত জামান সৈকত, শেখ শাপলা খাতুন, মো. মুজাহিদুল ইসলাম, মারুফ হাসানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বেড়ে যাবে। তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে হাদী হত্যার বিচার এবং একটি নিরাপদ সমাজ গঠনের দাবি তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.