আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে প্রায় ৪৫ লক্ষ ৫০ হাজার টাকার ৬ হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৭টায় কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে জাটকা জব্দ করে। অভিযানটি মুন্সীগঞ্জের পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় পরিচালিত হয়।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা ওই এলাকায় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে। তল্লাশির সময় ৬ হাজার ৫০০ কেজি জাটকা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৪৫ লক্ষ ৫০ হাজার টাকা।
পরবর্তীতে ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.