রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের ছয় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) চাকরি থেকে অপসারণ করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
অপসারণ হওয়া ছয়জন কর্মকর্তা হলেন— মো. দেলোয়ার হোসেন, মাহমুদুল হক, মো. ইসহাক হোসেন, মো. মশিউর রহমান, মুহাম্মদ রাকিব আনোয়ার ও সাঈদ করিম মুগ্ধ। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তাদের বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা মোতাবেক চাকরি থেকে অপসারণ করা হয়েছে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই কর্মকর্তারা বর্তমানে সারদা পুলিশ একাডেমিতে এক বছরের প্রশিক্ষণে ছিলেন। আগামী মাসে তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু প্রজ্ঞাপনের মাধ্যমে চাকরি হারানোর ফলে প্রশিক্ষণ শেষ করার আগেই এই ছয় কর্মকর্তা নিজেদের দায়িত্ব থেকে সরানো হলো।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.