শাহীন আহমেদ, শরীয়তপুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (সখিপুর-নড়িয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরনের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ বদর-উদ-দোজা ভূঁইয়া এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হকের কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়।
মনোনয়নপত্র জমা শেষে সখিপুর থানা যুবদল আহ্বায়ক মোস্তাক আহমেদ মাসুম বালা বলেন, “আলহাজ্ব শফিকুর রহমান কিরন একজন পরিচ্ছন্ন ও জনপ্রিয় নেতা। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। আশা করছি, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেবে।”
এসময় সখিপুর থানার বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

