মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৫ (মনিরামপুর) সংসদীয় আসনে জাতীয় পার্টির (জিএম কাদের) মনোনয়ন পেয়েছেন বলে দাবি করেছেন এম এ হালিম। এর আগে ২০১৮ ও ২০২৪ সালেও দলটির মনোনয়ন পান তিনি। ফলে টানা তিনবার দলীয় মনোনয়ন পেলেন এই নেতা।
এম এ হালিম বর্তমানে যশোর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক এবং মনিরামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নব্বইয়ের দশকের শেষ দিকে জাতীয় পার্টির দুঃসময়ে রাজনীতিতে যুক্ত হন। ২০০১ সাল থেকে ধাপে ধাপে জেলা ও উপজেলা পর্যায়ে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
রাজনৈতিক জীবনে নির্বাচনী অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এম এ হালিম। ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে ১০ হাজার ৩০৪ ভোট পান। পরে ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে ৫৫ হাজার ৪৩২ ভোট অর্জন করেন।
দলীয় সূত্র জানায়, এম এ হালিম একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে এলাকায় পরিচিত। স্থানীয়ভাবে জাতীয় পার্টির মধ্যে কিছু গ্রুপিং থাকলেও তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা অন্য যে কোনো নেতার তুলনায় বেশি বলে দাবি করেন অনেক নেতাকর্মী।
খানপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, “এম এ হালিম প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীদের খোঁজখবর রাখেন। তিনি মনোনয়ন পাওয়ায় তৃণমূলের নেতাকর্মীরা খুবই খুশি।”
মনোনয়ন পাওয়ার পর রোববার দুপুরে মনিরামপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন এম এ হালিম। তিনি নিজেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী দাবি করে বলেন, নির্বাচিত হলে উপজেলার দীর্ঘদিনের দুঃখ ভবদহ জলাবদ্ধতা সমস্যার সমাধান, দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা এবং মাদক ও সন্ত্রাসমুক্ত আধুনিক মনিরামপুর গড়ে তুলতে কাজ করবেন। এ লক্ষ্যে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

