Nabadhara
ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দর্শনা সীমান্ত দিয়ে পুশইন করা ১৪ ভারতীয় নাগরিককে দৌলতপুর সীমান্ত দিয়ে ফেরত পাঠাল বিজিবি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ডিসেম্বর ২৮, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে শিশুসহ ১৪ জন ভারতীয় নাগরিককে ভারতে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া মদনের ঘাট সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৯/১-এস-এর নিকট মদনের ঘাট এলাকা দিয়ে প্রতিপক্ষ ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের জলঙ্গী ক্যাম্পের দায়িত্বপূর্ণ অঞ্চলে ওই ১৪ জন ভারতীয় নাগরিককে হস্তান্তর করা হয়। এ সময় বিএসএফ তাদের আটক করে নিজ হেফাজতে নেয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে একই সীমান্ত দিয়ে ওই ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি তাৎক্ষণিকভাবে পুশইন প্রতিহত করে। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলে ভারতীয় নাগরিকদের ফেরত নেয় বিএসএফ।

এরপর শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীনস্থ দর্শনা উপজেলার নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে পুনরায় ওই ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন করা হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশক্রমে রোববার তাদের আবার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়।

ফেরত পাঠানো ১৪ জনের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তাদের সবাই ভারতের উড়িশ্যা রাজ্যের জগতসিংহপুর জেলার তারিকুন্ড গ্রামের বাসিন্দা। তারা একই পরিবারের সদস্য এবং হিন্দি ভাষাভাষী।

ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন-শেখ জব্বার (৭০), শেখ হাকিম (৪৫), শেখ ওকিল (৪০), শেখ রাজা (৩০), শেখ বান্টি (২৮), শাবেরা বিবি (৩০), শমশেরি বিবি (৪০), মাইনু বিবি (২৫), আলকনি বিবি (৬০), গুলশান বিবি (৯০), শিশু শাকিলা খাতুন (১১), নাছরিন আক্তার (১২), শেখ তাওহিদ (১১) ও আড়াই বছরের শিশু শেখ রহিত।

ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার মিজান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “গত ২৫ ডিসেম্বর ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়। পরবর্তীতে বিএসএফ রাতের আঁধারে দর্শনা সীমান্ত দিয়ে পুনরায় পুশইন করে। পরে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে আবারও তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।