মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৫ (মনিরামপুর) সংসদীয় আসনে বিএনপির জোট প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। রবিবার বিকেলে উপজেলার ১৭টি ইউনিয়নে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে হাজার হাজার নেতা-কর্মী বিক্ষোভে অংশ নেন।
গত ৪ ডিসেম্বর যশোর-৫ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের সমর্থক নেতা-কর্মীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই এবং সহসভাপতি সন্তোষ স্বর।
জানা গেছে, উপজেলার ১৭টি ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নিজ নিজ দলীয় কার্যালয়ে জড়ো হন। পরে ইউনিয়নের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হন। এসব সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে “জনবিচ্ছিন্ন” ও “অতিথি পাখি” আখ্যা দিয়ে মনিরামপুরে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। তারা দাবি করেন, মুফতি রশীদের মনিরামপুরে কোনো সাংগঠনিক গ্রহণযোগ্যতা নেই এবং কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে তাকে মনিরামপুরবাসীর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
বক্তারা বলেন,“আমরা কোনো অতিথি পাখিকে মনিরামপুরে মেনে নেব না। বিগত ১৭ বছরে আমরা হামলা-মামলার শিকার হয়েছি। সেই সময় শহীদ ইকবাল হোসেন আমাদের পাশে ছিলেন, খোঁজখবর রেখেছেন। অথচ হঠাৎ করে একজন জনবিচ্ছিন্ন ব্যক্তিকে বিএনপির প্রার্থী হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে, যা নেতা-কর্মীরা মেনে নিতে পারছে না।”
তারা আরও বলেন, গত ৪ ডিসেম্বর শহীদ ইকবাল হোসেনকে দলীয় প্রার্থী ঘোষণা করার পর বিএনপির সব স্তরের নেতা-কর্মীরা একযোগে নির্বাচনী কার্যক্রম শুরু করে এবং তার বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদী ছিলেন। কিন্তু এখন একটি ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে এই আসনে পরাজিত করার চেষ্টা চলছে।
সমাবেশে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন,“তারেক রহমান যদি আরও দুদিন আগে দেশে ফিরতেন, তাহলে শহীদ ইকবালের মনোনয়ন পরিবর্তনের মতো ঘটনা ঘটত না। মনিরামপুরের বিএনপিকে বাঁচাতে হলে দ্রুত শহীদ ইকবাল হোসেনের মনোনয়ন বহাল রেখে পুনরায় ঘোষণা দিতে হবে।”
বিক্ষোভ মিছিলে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন, এর মধ্যে ছিল—“হই হই রই রই, রশীদ তুই গেলি কই”,“জনবিচ্ছিন্ন মুফতি রশীদের অবৈধ মনোনয়ন মানি না, মানবো না।”
বিক্ষোভকারীরা যশোর-৫ আসনে বিএনপির জনপ্রিয় নেতা শহীদ ইকবাল হোসেনের মনোনয়ন বহাল রাখার জোর দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.