তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় তালা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, সাতক্ষীরা জেলার সহকারী পুলিশ সুপার মো. নুরুল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাসেল রানা, তালা থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ লুৎফুল কবির, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মফিদুল্লাহ, সেক্রেটারি মো. ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ইসলামী আন্দোলনের নেতা মো. মোন্তাজুল করিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন করা অত্যন্ত জরুরি। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা আচরণবিধি লঙ্ঘনের সুযোগ দেওয়া হবে না। এ ক্ষেত্রে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
সভা শেষে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সকলের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.