ভালুকা (ময়মনসিংহ ) প্রতিনিধি
ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের সামনে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামবেন।
জানা গেছে, দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মোর্শেদ আলম দীর্ঘদিন ধরে ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে আসছিলেন। তিনি অসহায় মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ, সভা-সমাবেশ এবং উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখেছিলেন। তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে মুহাম্মদ মোর্শেদ আলম বলেন,“অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপ আমাকে আশ্বস্ত করেছে যে, আসন্ন নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। আমি জনগণের প্রত্যাশা ও বিশ্বাসের প্রতি দায়বদ্ধ।”
তিনি আরও বলেন,“স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে দল আমাকে বহিষ্কার করতে পারে। তবে আমি তার আগেই স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেব। আমার লক্ষ্য কখনোই কোনো দলীয় পদ নয়। আমি নির্বাচন করছি জনগণের অধিকার ও প্রত্যাশা পূরণের জন্য।”
মোর্শেদ আলম বলেন,“এই পথে যেকোনো ধরনের বাধা, আঘাত বা শাস্তি আসুক না কেন, আমি আমার অবস্থান থেকে সরে আসব না। আমার নির্বাচনের মূল লক্ষ্য হলো জনগণের সেবা করা এবং তাদের ভোটের মর্যাদা নিশ্চিত করা।”
তার এ ঘোষণার পর ভালুকার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.