Nabadhara
ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিএনপিতে চাঁদাবাজ ও দখলবাজের কোন ঠাঁই নাই–রাজশাহীতে মিলন

রাজশাহী প্রতিনিধি
ডিসেম্বর ২৮, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি

বেগম জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পবা-মোহনপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন বলেন, আগামী বছরের ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

যে নির্বাচনের জন্য,বিশেষ করে নিজের ভোটাধিকার প্রয়োগের জন্য দেশের মানুষ দীর্ঘ সতের বছর ধরে অপেক্ষা করে আছে। এই সতের বছরে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ বহু মানুষ শহীদ ও মৃতুবরণ করেছেন।

অনেকেই পঙ্গুত্ব ও কারাবরণ করেছে। এছাড়াও অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে।

শিক্ষিত বেকার যুবকদের চাকরী হয়নি বলে রোববার সকাল ৭টায় পারিলা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে তারেক রহমান কর্তৃক রাষ্ট্র সংস্কারের ৩১দফা বাস্তবায়নের লক্ষে খরখড়ি বাজারে লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন মিলন।

তিনি বলেন, পতিত সরকারের সময়ে দেশের মধ্যে কোন নিরাপত্তা ও গণতন্ত্র ছিলোনা। গত বছরের ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে দেশে নির্বাচনের একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর তাঁর নিজ ভূমিতে প্রত্যাবর্তন করেছেন।

আজকে বাংলাদেশের মানুষের নিকট অনেক কিছু স্পষ্ট হয়ে গেছে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে উল্লেখ করেন তিনি।

তিনি বেগম খালেদা জিয়ার জন্য ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার নিকট দোয়া প্রার্থনা করেন। আল্লাহ তায়ালা যেন দ্রুত তাঁর সুস্থতা কামনা করেন বলে উল্লেখ করেন তিনি।

মিলন আরো বলেন, গত ২০ তারিখ তিনি মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। আজ সোমবার তারা জমা দেবেন। ফরম জমা দেয়ার সময় নেতৃবৃন্দদের জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি। তিনি সবাইকে নির্বাচনী আচরণ বিধি মেন চলার আহ্বান জানান।

সেইসাথে ধানের শীষের পক্ষে কোন প্রকার মিছিল না দেয়ার পরামর্শ দেন। আজকে ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নেতার নির্দেশ কোন প্রকার প্রতিহিংসাপরায়ন হওয়া যাবেনা। প্রতিশোধ নেয়া হবেনা, গণতন্ত্র রক্ষা ও ন্যায়পরায়নতার সাথে বাংলাদেশে বিনির্মান করতে চান। ভুলুণ্ঠিত গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা করতে চান।

তিনি বলেন, ডিসি অফিসের সামনে কিংবা অন্যকোন স্থানে ধানের শীষের পক্ষে কোন প্রকার স্লোগান ও মিছিল করা যাবেনা। আজকের জমায়েত হবে আগামী মাসের ২২ তারিখ থেকে প্রচারণার প্রস্তুতিমূলক জমায়েত।

তিনি সবাইকে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, বিএনপি আগামীতে দেশ সেবার সুযোগ পেলে নারীদের জন্য ফ্যামেলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, বেকার সমস্যা দূলীকরণ, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার ও কর্মমূখী শিক্ষা চালুসহ নানাবিধ উন্নয়ন করা হবে।

সেইসাথে ধর্ম নিয়ে রাজনীতি করা থেকে একটি বিশেষ দলকে আহ্বান জানান। শেষে তিনি ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা ও বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বক্তব্য শেষ করেন।

এদিকে সামবেশের পূর্বে সকাল ৭টা থেকে প্রায় দুই ঘন্টাব্যাপি খড়খড়ি বাজারে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে রাষ্ট্র সংস্কারের ৩১দফা লিফলেট জনগণের মধ্যে প্রদান করেন এবং এই লিফলেট সম্পর্কে তাদের অবহিত করেন। এসময়ে অত্র বাজারে ঈদের ন্যায় উৎসবের সৃষ্টি হয়। দোকানদার, পথচারী ও যানবাহন চালকগণ ধানের শীষে ভোট প্রদানের প্রতিশ্রুতি দেন। সেইসাথে তারা এডভোকেট শফিকুল হক মিলনকে সাদরে গ্রহন করেন এবং বিএনপির পক্ষে থাকার কথা বলেন তারা।

এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি পবা উপজেলা শাখার সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব মখলেসুর রহমান রেন্টু, হরিয়ান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য সচিব বাদশা মিয়া, পারিলা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর ইসলাম শফিক, যুবদল নেতা ও পারিলা ইউপি সদস্য আবুল কাশেম, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাক আহমেদ, পারিলা ইউনিয়ন তাঁতী দলের সাধারণ সম্পাদক কাউসার আলী, পারিলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুব ও দাউকান্দি সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান হাবীবসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

অন্যদিকে সন্ধা ৭টা ৩০ মিনিটে পবার নওহাটা বাজারে নওহাটা পৌরসভা দলীয় কার্যালয় উদ্বোধন করেন মিলন। উদ্বোধন শেষে মোনাজাতে করে নেতা কর্মীদের উদ্দেশে বক্তব্যে দেন তিনি।

এসময় পবা মোহনপুরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।