আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার পদ্মা নদীতে ড্রেজার বসিয়ে জমি অবৈধ ভরাট বাণিজ্যের দায়ে তিন জনকে আটক করে ২০ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এই দণ্ডাদেশ দেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বাসিত সাত্তার৷
অভিযানে ব্যক্তি মালিকানাধীন ভূমি জেলা প্রশাসন থেকে অনুমোদন ব্যতীত ভরাটে শ্রেণী পরিবর্তনকালে তিনজন ব্যক্তিকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ জনকে ৫০ হাজার টাকা ও দুই জনকে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান৷
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.