পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পঞ্চগড় জেলা শাখা কম্বল বিতরণ করেছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে পঞ্চগড় রেলওয়ে স্টেশন চত্বরে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন এলাকার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন পুনাকের পঞ্চগড় জেলা সভানেত্রী শাহিনুর আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার রবিউল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল এবং সেকেন্ড অফিসার কাইয়ুম আলী।
পুনাকের জেলা সভানেত্রী শাহিনুর আক্তার জানান, সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো পুনাকের নিয়মিত কার্যক্রমের অংশ। জেলা পুলিশের সহযোগিতায় শীত মৌসুমে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে, ২০ ডিসেম্বর পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পুনাকের উদ্যোগে দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছিল।

