একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ-২ আসনে বিএনপির দুই প্রার্থীকে দলের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে চিঠি দেওয়া হয়েছে। দলীয় মহাসচিব দ্বিতীয় পর্যায়ে দলের মনোনীত প্রার্থী ঘোষণার সময় সাবেক সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরীর নাম ঘোষণা করেন। বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ নাছির উদ্দীন চৌধুরী দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনী প্রচারণা করছেন।
রবিবার সন্ধ্যা সাতটায় দলীয় মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের ২০ ডিসেম্বরের স্বাক্ষর করা আরেকটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই চিঠিতে দলের নেতা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী তাহির রায়হান চৌধুরী পাভেলের নাম রয়েছে।
ওই চিঠির বিষয়ে জানতে চাইলে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বললেন, আমার জানা নাই, শুনেছি, সুনামগঞ্জ- দুটি আসনে দলের দুইজনকে সংযুক্তি ২ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দেয়া হয়েছে।
এদিকে, রাত নয়টায় সুনামগঞ্জ -১ (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল কে দেওয়া বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের ২৭ ডিসেম্বরের
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.