আমিনুল ইসলাম, দুর্গাপুর,( রাজশাহী) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে হঠাৎ প্রার্থী পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে চমক সৃষ্টি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
পূর্বঘোষিত প্রার্থী নুরুজ্জামান লিটনের পরিবর্তে দলটি নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করেছে পুঠিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মুনজুর রহমানকে।
প্রার্থী পরিবর্তনের খবর দলীয়ভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই পুঠিয়া ও দুর্গাপুর এলাকায় জামায়াতের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় দলীয় কার্যালয়গুলোতে শুরু হয়েছে প্রস্তুতি ও সাংগঠনিক আলোচনা।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর একটা ৪৫ মিনিটে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লিয়াকত সালমানের কাছ থেকে মাওলানা মুনজুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন রাজশাহী জেলা সুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম।
জামায়াতের দলীয় সূত্র জানায়, তৃণমূলের মতামত, সাংগঠনিক শক্তি এবং নির্বাচনী বাস্তবতা বিবেচনায় নিয়ে এ পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকা মাওলানা মুনজুর রহমানকে একজন সৎ, দক্ষ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পুঠিয়া উপজেলা সভাপতি আমিনুল ইসলাম ডালিম বলেন, “মাওলানা মুনজুর রহমান একজন অভিজ্ঞ ও পরীক্ষিত সংগঠক। তার নেতৃত্বে জামায়াত এ আসনে শক্তিশালীভাবে সংগঠিত হবে বলে আমরা বিশ্বাস করি।”
নির্বাচনী প্রত্যাশা ব্যক্ত করে প্রার্থী মাওলানা মুনজুর রহমান বলেন, “জনগণের ন্যায্য অধিকার আদায়, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক শাসনব্যবস্থাই আমার নির্বাচনী অঙ্গীকার।” জনগণের দোয়া ও সমর্থন নিয়েই আমি এই লড়াইয়ে এগিয়ে যেতে চাই।”
দলীয় নেতারা মনে করছেন, নতুন প্রার্থী হিসেবে মাওলানা মুনজুর রহমানের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি জামায়াতকে রাজশাহী-৫ আসনে শক্ত অবস্থানে নিয়ে যেতে সহায়ক হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতের এই কৌশলগত প্রার্থী পরিবর্তন রাজশাহী-৫ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।
এতে জামায়াতের ফলাফলে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.