সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নওগাঁ-৪ (মান্দা) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মান্দা উপজেলা বিএনপির সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, ভারশোঁ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা আগামী নির্বাচনে নওগাঁ-৪ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

