ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫৪ ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এস এন তরুণ দে। তারা সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোঃ আবুবকর সরকারের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা বলেন, “আল্লাহর পরিকল্পনা মানুষের বুঝার বাইরে। ১৯৭৩ সালে আমার বাবা এই আসনে স্বতন্ত্রভাবে নির্বাচন করেছিলেন, আর আজ আমি ধানের শীষের গণজোয়ারের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়াই করছি। মরে না গেলে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”
এস এন তরুণ দে বলেন, “যদি সরাইল ও আশুগঞ্জের জনগণ আমার পাশে থাকে, তবে মানুষের উন্নয়ন ও নির্যাতিত মানুষের কল্যাণে আমি দলীয় সিদ্ধান্ত নির্বিশেষে কাজ করতে রাজি। বিগত ১৫ বছর আমি মানুষের পাশে ছিলাম, আশা করি তারা আমাকে মূল্যায়ন করবেন। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।”
এ আসনে বিএনপির জোট প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব। এছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসাইন, জাতীয় পার্টির দুইবারের সাবেক এমপি এডঃ জিয়াউল হক মৃধা, জেএসডি প্রার্থী তৈমুর রেজা শাহজাদ, বাংলাদেশ ইসলামি আন্দোলন (চরমোনাই) প্রার্থী মাওলানা নেছার আহমেদ এবং খেলাফত মজলিশ মনোনীত আবুল ফাহাহ মোঃ মাসুক।
মনোনয়নপত্র জমা দেওয়ার এই দিনে উপজেলাগুলোতে প্রচণ্ড উৎসাহ ও রাজনৈতিক চাঞ্চল্য বিরাজ করছে, যেখানে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.