Nabadhara
ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খুলনার ছয় আসনে ৪৫ প্রার্থীর মনোনয়ন জমা

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ছয়টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৫ জন প্রার্থী।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের কার্যালয় ও আঞ্চলিক নির্বাচন অফিসে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খুলনা-১ আসনে সর্বোচ্চ ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। খুলনা-২ আসনে ৪ জন, খুলনা-৩ আসনে ১২ জন, খুলনা-৪ আসনে ৫ জন এবং খুলনা-৬ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর আগে খুলনার ছয়টি সংসদীয় আসনে মোট ৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে এর মধ্যে ৯ জন প্রার্থী শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি।

মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে জেলা প্রশাসক কার্যালয় ও নির্বাচন অফিস চত্বরে প্রাণচাঞ্চল্য দেখা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী পরবর্তী সময়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।