Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বেগম জিয়ার ইন্তেকালে খুলনা জেলা বিএনপির সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
ডিসেম্বর ৩০, ২০২৫ ১২:২৪ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, ‘মাদার অব ডেমোক্রেসি’ ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সারাদেশের মতো খুলনা জেলা বিএনপির সব ইউনিটে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সময় দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি শোক পালনকালে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের কালো ব্যাজ ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।

খুলনা জেলা বিএনপির পক্ষ থেকে দেওয়া তাৎক্ষণিক শোক বিবৃতিতে এ তথ্য জানান জেলা আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পী।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক অপূরণীয় শূন্যতার মুখে পড়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

তারা আরও জানান, সাত দিনের শোক কর্মসূচির আওতায় খুলনা জেলার নয়টি উপজেলা ও দুটি পৌরসভায় দোয়া মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হবে। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রেখে কালো পতাকা উত্তোলন করা হবে।

এছাড়া খুলনা মহানগর বিএনপির সঙ্গে সমন্বয় করে নগরীর কে.ডি. ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানানো হয়। ঘোষিত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান জেলা নেতারা।

শোক বিবৃতিতে বলা হয়, চরম সংকট ও শোকের এই মুহূর্তে জাতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাতৃস্নেহ থেকে বঞ্চিত হলো। দল-মত নির্বিশেষে সবাইকে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।