মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
বাংলাদেশের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও আপসহীন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেতা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে দিনাজপুরের খানসামা মডেল প্রেসক্লাব।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে খানসামা মডেল প্রেসক্লাব শোকাহত পরিবার-পরিজন, স্বজন এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।
মঙ্গলবার দুপুরে খানসামা মডেল প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক জসিম উদ্দীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোকবার্তা প্রদান করা হয়।
শোকবার্তায় বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ। আপসহীন নেতৃত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের মাধ্যমে তিনি দীর্ঘদিন জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ছিলেন। তাঁর মৃত্যু শুধু বিএনপির নয়, বরং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”
তাঁরা আরও বলেন, খানসামা মডেল প্রেসক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হচ্ছে এবং মহান আল্লাহর দরবারে দোয়া করা হচ্ছে—তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি দেশের রাজনীতিতে সক্রিয় ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.